বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রথম সমাবর্তন অনুষ্ঠান মঞ্চ

দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শুধু ভাবলে হবে না যে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে ছেড়ে দেবে, তারপর বাকিটা শিক্ষার্থীর। কীভাবে শিক্ষার্থীরা এ ধরনের দক্ষতা অর্জন করবে, সেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিকুলাম তৈরি করতে হবে। কর্মজগতে ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এখন যে ডিগ্রি দেওয়া হচ্ছে, শুধু সেই ডিগ্রি দিয়ে গেলেই চলবে না। এ বিষয়ে তাঁরা মাস্টারপ্ল্যান তৈরি করেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে-শিক্ষাপ্রতিষ্ঠানেই তা অন্তর্ভুক্ত হবে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে সব কাঠামো করে দিচ্ছে শিক্ষার্থীদের যোগ্য ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। এ কারণে এত দীর্ঘ সময়ের ডিগ্রির বদল ঘটাতে বলা হচ্ছে। ২ সপ্তাহ, ৪ সপ্তাহ, ১২ সপ্তাহ, ৬ মাস ছোট ছোট কোর্স করে দক্ষতা বাড়িয়ে নেবে শিক্ষার্থীরা। এই সুযোগগুলো বিশ্ববিদ্যালয়ের তৈরি করতে হবে।